নবীনদের বরণ করেছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্ক


উৎসবে আর প্রাণবন্ত পরিবেশনায় সরকারি তিতুমীর কলেজে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পরিচিতি পর্ব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৌতুক ও নানা ঢংয়ে কবিতা অবৃত্তি করেন রুবেল সরদার।

আজ বুধবার (১১ মার্চ) কলেজের অ্যাকাডেমিক ভবনে গাজীপুরের নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি নবীন প্রবীণের এক মিলনমেলা হয়।

সংগঠনের সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রুবেল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা জাকির হোসেন জীবন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সংগঠনের উদ্যোক্তা আশরাফুল ইসলাম, আসাদ জামান নূর, মেহেদী হাসান, নুর আলম হিমেল, রকুনোজ্জামান রাজীব, আবির মাহবুব, আল আমিন, মোঃ হাসানুর রহমান শাওন প্রমুখ।

অনুষ্ঠানটিতে নবীণ শিক্ষার্থীরা সংগঠনের কাছে তাদের প্রত্যাশা ও অনুভূতির কথা তুলে ধরেন। জানা যায়, গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি তিতুমীর কলেজে ওই জেলার ৫টি থানার প্রায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিগগির তাদের নেতৃত্ব ঘোষণা করবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds