নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা

 

ডেস্ক রিপোর্ট


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছয় দফা দাবিতে উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন ।
জানা যায়, বাড়তি ফি আদায় বন্ধ, ২০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবিতে রোববার সকাল থেকেই অবস্থান কর্মসূচি শুরু হয়। তবে দাবি পূরণ না হওয়ায় বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সকল গেট অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বলেন , করোনা পরিস্থিতির মধ্যে সবাই আর্থিক সংকটে রয়েছেন। এ কারণে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ।
তবে কোনো নোটিশ ছাড়াই এ সুবিধা বাতিল করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে একাধিকবার নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া দেয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি আমরা ।

নর্থ সাউথের এক শিক্ষার্থী বলেন, টিউশন ফি মওকুফ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বর্তমানে ল্যাব ও লাইব্রেরি শিক্ষার্থীরা ব্যবহার না করলেও এ বাবদ ফি পরিশোধ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *