বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:০২ অপরাহ্ন

নিক্সনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে তিতুমীরে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৫.৩৭ পিএম

জিটিসি টুডে


ফরিদপুর-৪ আসনের সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের পাশাপাশি একাধিক দাবিও তোলে ধরেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় তিতুমীরের কলেজের মূল ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনে আয়োজকরা বলেন, এমপি নিক্সন চৌধুরী একজন সৎ ও সাধারণ মানুষ। একজন সাদামনের মানুষের বিরুদ্ধে এমন মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যে মানুষটা গরিবের পাশে থাকে, ক্ষেতে খামারে কাজ করা মানুষের কথা বলে সে মানুষ কখনো এমন আচরণ করতে পারেন না। আমরা সাধারণ শিক্ষার্থী দাবি জানাই অতিদ্রুত নিক্সন ভাইয়ের মামলা প্রত্যাহার করা হোক। মামলা প্রত্যাহার করে উপজেলা পরিষদের নির্বাচনী রির্টানিং কর্মকর্তাকে দুঃখ প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের গালিগালাজ করা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসে এমপি নিক্সনের বিরুদ্ধে।

এর প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today