নিষিদ্ধ হলো ‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠন

News Editor Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ- জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে।৫ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংশ্লিষ্ট গেজেটে প্রকাশ হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ থেকে ওই আদেশে উল্লেখ করা হয়, ‘আল্লাহর দল’ নামে জঙ্গি সংগঠনের ঘোষণা করা কার্যক্রম বাংলাদেশের শান্তি-শৃঙ্খলার বিরুদ্ধে। এ ব্যাপারে সরকারের কাছে তথ্য রয়েছে। এরইমধ্যে এ সংগঠনের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। তাই দেশে ‘আল্লাহর দল’ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত ৩ নভেম্বর বলেন, শিগগিরই একটি সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে, তার নাম ‘আল্লাহর দল’।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds