বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে আইকিউএসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০, ৪.৪৩ পিএম

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আইকিউএসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (০৮ জানুয়ারি ২০২০) বিশ্বদ্যিালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম এর তৃতীয় তলায় আইকিউএসি- এর ভিডিও কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নোবিপ্রবি শাখা দিনব্যাপী এর আয়োজন করে।

আইকিউএসি এর পরিচালক ড. মো. আশরাফুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ মিঞা, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেয়। এছাড়া নোবিপ্রবি’র দুটি ইনস্টিটিউট ও ৫টি অনুষদের সিআর’রা অংশগ্রহণ করে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today