নোবিপ্রবি’তে বিএনসিসি কর্তৃক ‘বীরশ্রেষ্ঠ কর্ণার’ ও ‘সেক্টর কমান্ডার কর্ণার’ উন্মোচন

নোবিপ্রবি’তে বিএনসিসি কর্তৃক ‘বীরশ্রেষ্ঠ কর্ণার’ ও ‘সেক্টর কমান্ডার কর্ণার’ উন্মোচন

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবিঃ মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সারাদিন ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করে।

সোমবার(১৬ ডিসেম্বর) সকালে প্রথমেই মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি সশস্ত্র সালাম প্রদান ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় তাদের কার্যক্রমের সূচনা।

পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির প্লাটুনে (কক্ষে) পিইউও এ কিউ এম সালাউদ্দিন পাঠান ও আসমা তালুকদারের নেতৃত্বে ক্যাডেটদের জন্য ‘বীরশ্রেষ্ঠ কর্ণার’ ও ‘সেক্টর কমান্ডার কর্ণার’ উন্মোচন করা হয় ‘। এতে নোবিপ্রবি বিএনসিসির সকল ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করে।

এসময় পিইউও সালাউদ্দিন পাঠান বলেন,”কর্ণার দুটি ক্যাডেটদের ভিতর দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে অগ্রণীভূমিকা পালন করবে। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ ক্যাডেটদের সর্বদা অনুপ্রেরণা যোগাবে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *