নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং দুপুর ২ টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক।

এতে সভাপতি হিসেবে সাখাওয়াত হোসেন, সহকারী পরিচালক (হিসাব) ও সাধারণ সম্পাদক হিসেবে মেজবাহ উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নির্বাচিত হন।

সহসভাপতি নার্গিস আক্তার হেলালী (সহকারী রেজিস্ট্রার শিক্ষা শাখা) , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব ইকবাল (সেকশন অফিসার, শিক্ষা শাখা), কোষাধ্যক্ষ মোঃ কামরুল হাসান (সেকশন অফিসার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) দপ্তর ও প্রচার সম্পাদক কাজী জিয়াউল হক ( সহকারী প্রোগ্রামার, আইসিটি সেল), মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা (সেকশন অফিসার, এস্টেট শাখা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান (সহকারী পরিচালক, শরীরচর্চা)।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন ১. ইসতিয়াক মোহাম্মাদ ফয়সল (সেকশন অফিসার, প্রশাসন শাখা)।
২. আবু নাসের (উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ)।
৩. মোহাম্মদ মহিউদ্দিন (ক্যাটালগার, কেন্দ্রীয় লাইব্রেরি)।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds