নোবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগেবর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ১৭ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী রাফসির নেতৃত্বে র‍্যালী ও শোভাযাত্রা বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

নোবিপ্রবির মালেক উকিল হল থেকে শুরু হয়ে র‍্যালীটি বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এ-সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান জিসান, লিসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নোবিপ্রবির ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী রাফসি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ক্ষণজন্মা এই মহান পুরুষের জন্ম না হলে আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না। স্বাধীনতার বিরোধী কোন অপশক্তি যেন মাথাছাড়া দিয়ে না উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet