মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সিএসটিই বিভাগের শ্রেণীকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার।
এইদিকে গত ৩ নভেম্বর ফটোগ্রাফি ক্লাবের
চতুর্থ কমিটির কার্যনির্বাহী পরিষদে ৯ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অনুজীব বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাহিদা বাতেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ১১তম ব্যাচের ফার্মেসি বিভাগের কনক পাল।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে শাহীদ আহমেদ শান্ত,১১ তম ব্যাচ,ফার্মেসি বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক – নাসিফ হাসনাঈন নাহিন,১১ তম ব্যাচ,ব্যবসায় প্রশাসন বিভাগ।অর্থ সম্পাদক- ফাহিম প্লাবন,১২তম ব্যাচ, পরিসংখ্যান বিভাগ। সাংগাঠনিক সম্পাদক- জাহিদুল হক,১২তম ব্যাচ, ইএসডিএম বিভাগ এবং নাফিসা তারান্নুম রিন্তু,১২তম ব্যাচ,ইংরেজী বিভাগ।
তথ্য এবং প্রচার সম্পাদক- হাবিব রহমান,১২তম ব্যাচ,পরিসংখ্যান বিভাগ। দপ্তর সম্পাদক- তানভীর হোসেন নাঈম,১২ তম ব্যাচ,আইসিই বিভাগ।
এছাড়া গত ১৭ জানুয়ারী ক্লাবটির কার্যক্রম গতিশীল করতে নতুন সদস্য সংগ্রহ করা হয়।ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা ৬০