রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

নোবিপ্রবি: ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ১০.৩৩ পিএম
ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি ঘোষণা
সভাপতি নাঈমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোক (ছবি: দ্য ক্যাম্পাস টুডে)

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের নাঈমুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৭-১৮ সেশনের মোঃ মোজাম্মেল হোক।

সহসভাপতিঃ আল-আমিন হোসেন; ফুয়াদুল ইসলাম; বর্ণা পাল; নাজমুল হোসেন শাহীন; ফারুক হোসাইন; তৃষা দেবনাথ; মেহেদী হাসান তুষার; শাহরিয়ার নাসের; রুহুল আমীন; সানজীদা তাম্মী; নাহিদুল ইসলাম পাপ্পু; মেহেদী হাসান; সাদিয়া রহমান; অর্ণাপাল।

যুগ্ন-সাধারণ সম্পাদকঃ মশিউর রহমান কনক; শফিকুল ইসলাম; ইফতেয়ার নাবিদ; ইয়াকুব ইসলাম; রুপন; ধ্রুব কান্তি বকশী

সাংগঠনিক সম্পাদকঃ নির্ঝর আহমেদ; কামরুল হাসান খান; সাদ্দাম হোসেন সুমন; তামিম ইবনে মাহবুব; মো: জামান।

প্রচার সম্পাদকঃ অর্ণব সরকার।
উপ প্রচার সম্পাদকঃ সানি আকন্দ; জাহিদ হাসান।
দপ্তর সম্পাদকঃ মাহমুদুল ইসলাম।
উপ দপ্তর সম্পাদকঃ রাকিবুল হাসান; রুহুল আমীন।

অর্থ বিষয়ক সম্পাদকঃ আবদুল্লাহ আল নোমান।
উপ অর্থ বিষয়ক সম্পাদকঃ আশরাফুল আলম।
গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ নেওয়াজ শরীফ ফাহাদ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ নাইমুল হক নাইম।
উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মো: মাহাদী হাসান।

ছাত্র পরামর্শ বিষয়ক সম্পাদকঃ মহসীন রেজা প্রান্ত।
উপ ছাত্র পরামর্শ বিষয়ক সম্পাদকঃ পলাশ সরকার।
ছাত্রী পরামর্শ বিষয়ক সম্পাদকঃ রুবিনা রাহা।

উপ ছাত্রী পরামর্শ বিষয়ক সম্পাদকঃ শামসুন্নাহার জলি; তাবাস্মুম শারমিন তিশা।
শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকঃ নোমান রাশেদ।
উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকঃ নাফিস অর্ণব।
সাংস্কৃতিক সম্পাদকঃ উর্মি বণিক।

উপ সাংস্কৃতিক সম্পাদকঃ খাইরাতুন হিসান রাবা।
ধর্ম বিষয়ক সম্পাদকঃ আয়াতুল্লাহ তিরমিযী।
উপ ধর্ম বিষয়ক সম্পাদকঃ শিশির পন্ডিত শুভ।
ক্রীড়া সম্পাদকঃ আমীর হামজা।

উপ ক্রীড়া সম্পাদকঃ রবিউল আওয়াল পিয়াস।
আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ সাদাব ইরতিফা ।
উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ পূর্ণা সিং।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ হৃদয়।

উপ সাহিত্য বিষয়ক সম্পাদকঃ মাহমুদুল হাসান সোহাগ।
কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকঃ পাভেল হোসেন সিনবাদ।
উপ কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকঃ আবু রায়হান।
মানব সম্পদ বিষয়ক সম্পাদকঃ সোহানুর রহমান সজীব।
উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদকঃ ইশতিয়াক তুর্য।

সহ-সম্পাদকঃ ফাহিম আহমেদ; সাজীদ মেহেদী আজমীর; মনজুরুল হক বিজয়; লামিয়া আক্তার; আশিকুর রহমান আশিক; আবদুল্লাহ আল গালিব।

নবগঠিত কমিটির সভাপতি নাঈমুল হক বলেন, “বৃহত্তর ময়মনসিংহ থেকে নোবিপ্রবিতে আগত সকল শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। আর আমরা সকলে মিলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অ্যাসোসিয়েশন এর জন্য কাজ করবো। দূর থেকে এসেও যাতে এখানে কারো কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখবো আমরা বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

আর আগামী নতুন বছরের শুরুতেই আমরা আমাদের অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা সমূহ হতে আগত শিক্ষার্থীদের নবীন বরণের ব্যবস্থা করবো। সবশেষ সকলের সাহায্য সহযোগীতা ও আন্তরিকতার মাধ্যমে আমরা আমাদের অ্যাসোসিয়েশন টিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।



 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today