সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন

নোবিপ্রবি: হলে গাঁজা সেবনকালে ৩ ছাত্রী ধরা

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১.৫৬ এএম
বিবি খাদিজা হলের তিন শিক্ষার্থীকে গাঁজা সেবনকালে আটক

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে তিন ছাত্রী গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা পড়েছেন।

ওই ছাত্রী তিনজন হলেন, বিবিএ ডিপার্টমেন্টের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাফিসা নোভেরা নাফসি, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাহমুদা দিপ্তী এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উম্মে রোকসানা ইতি।

জানা যায়, অভিযুক্ত তিনজনের মধ্যে নাফসি ও দিপ্তী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এর গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং ইতিও উক্ত সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

হলে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হলের মধ্যে গাঁজা সেবন প্রায় সময়ই চলে আমরা অভিযোগ করলেও হল প্রশাসন কোনো ব্যাবস্থা গ্রহন করেনি।

এবিষয়ে হল প্রভোস্ট প্রফেসর আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্ট পাঠানো হয়েছে এবং আমাদের কাছে অভিযোগপত্র এসেছে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।



 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today