নোয়াখালীতে মৎস্য চাষ ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

নোয়াখালীতে মৎস্য চাষ ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

মাইনুদ্দিন পাঠান


ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ এর আওতাধীন “Food Based Initiative for Improving Household Food Security, Income Generation and Minimizing Malnutrition” নামক উপ-প্রকল্পের অধীনে আজ “মৎস্য চাষ, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা” আয়োজন করা হয়েছে।

৫ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার বাংলাবাজারস্থ ৯৪ সল্যা গ্রামে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের টেকনিক্যাল অফিসার নুর মোঃ সেলিম এর সঞ্চালনায় এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং উক্ত উপ-প্রকল্পের সহকারী প্রধান গবেষক জনাব আকরাম উল্যা কর্মশালায় পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন এছাড়া আরো দিকনির্দেশনা দেন মৎস্য ও সমুদ্র বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিলন সরকার, আস-আদ উজ্জামান নুর, ফারজানা হক ও শিমা কর্মকার।

উপ-প্রকল্পের প্রধান গবেষক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন জানান, যে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে গ্রামের সাধারণ শ্রমজীবী মানুষদের সচেতন করার পাশাপাশি বাসস্থান সংলগ্ন পুকুরে মাছ চাষে উদ্বুদ্ধ করাই করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *