রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

নৌকার চেয়ে ‘তিনগুণ’ বেশি ভোটে ধানের শীষের জয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ২.১০ পিএম

সারাদেশ টুডেঃ ধানের শীষ প্রতীকে তসিকুল ইসলাম পেয়েছেন ৯৭ হাজার ৯১৩ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১১৪ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে বিএনপির প্রার্থী তসিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান তোতা আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫৬৬ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নজরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আখতার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান, সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today