পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান, স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান, পদ্মা সেতু,পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান,স্বপ্নের পদ্মা সেতু,সাধারণ জ্ঞান,পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান,পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন,সাধারণ জ্ঞান পদ্মা সেতু সম্পর্কে,পদ্মা সেতুর সাধারণ জ্ঞান,পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩,পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২,পদ্মা সেতুর সম্ভাব্য সকল প্রশ্ন,পদ্মা সেতু কত কিলোমিটার,পদ্মা সেতুর খবর,স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য,padma bridge পদ্মা সেতু,পদ্মা সেতুর বর্তমান অবস্থা-
- পদ্মা সেতুর প্রকল্পের নাম কি = পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
- পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি কখন হয় = বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ
- কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ইং সালে চুক্তি হয়।
- পদ্মা সেতুর ধরন কি = পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত সেতু।
- পদ্মা সেতু বিশ্বের কততম সেতু = পদ্মা সেতু বিশ্বে ১২২তম সেতু
পদ্মা সেতুর কত কিলোমিটার = পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত = পদ্মা সেতুর দৈঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
পদ্মা সেতু উদ্বোধন = সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ = পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২ সাল
পদ্মা সেতুর খরচ কত = পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা
পদ্মা সেতুর পিলার কয়টি = পদ্মা সেতুর পিলার রয়েছে ৪২টি
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত = দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি,
পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত = মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে পদ্মা বহুমুখী সেতু। তাই বলা যায় পদ্মা সেতু মুন্সিগঞ্জের ও শরিয়তপুর জেলায় অবস্থিত।
পদ্মা সেতুর প্রস্থ কত = প্রস্থ ১৮.১০ মি
পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত = মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত = পদ্মা সেতু ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু । সূত্রঃ ইউকিপিডিয়া
পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় = পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়
পদ্মা সেতু কোথায় অবস্থিত = মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে পদ্মা বহুমুখী সেতু। তাই বলা যায় পদ্মা সেতু মুন্সিগঞ্জের ও শরিয়তপুর জেলায় অবস্থিত। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান.