পবিপ্রবি ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ অনুষদের নাম পরিবর্তন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্ক


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) “দুর্যোগ ব্যবস্থাপনা” অনুষদের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষদটির নতুন নাম দেয়া হয়েছে “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা” অনুষদ।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সেই সঙ্গে ডিগ্রির নাম ‘বিএসসি ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট’ থেকে পরিবর্তন করে ‘বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ করা হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৩ তম সভার সুপারিশে রিজেন্ট বোর্ডের ৪৫ তম সভায় অনুষদটির নাম ও ডিগ্রির নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

নাম পরিবর্তনের বিষয়ে অনুষদটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান মো. সামসুজ্জোহা জানান, আগের নামের কারণে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতেন শিক্ষার্থীরা। নাম পরিবর্তনের কারণে সেসব সমস্যা দূর হওয়াসহ শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের পরিসরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds