পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে অভিনন্দন জানিয়েছেন

News Editor Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ- সৌদি আরবের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তাকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশের সরকার, দেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে নতুন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে পাঠানো বার্তায় জনাব মোমেন অভিনন্দন জানান। বার্তায় উল্লেখ করেন যে, “প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সে দেশের জনগণ এবং দুটি পবিত্র মসজিদেও খাদেম- সৌদি বাদশাহর প্রতি তার বিশ্বাস ও আস্থারই প্রতিফলন।”

মোমেন আরো বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথা , কয়েক দশক ধরে ঢাকা ও রিয়াদের মধ্যেকার চমৎকার সম্পর্ক বিরাজমান এবং সাম্প্রতিক বছরগুলোতে তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

দুটি দেশের এই চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামীতে আরও গভীর ও বহুমুখী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তারপর মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন ।সেই সাথে ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds