পরিকল্পনামন্ত্রী: “বাংলাদেশ আর পাকিস্তান হবে না”

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
বাংলাদেশ আর পাকিস্তান হবে না

ক্যাম্পাস টুডে ডেস্কঃ “যারা পাকিস্তানীদের ভালবাসে তাদের বলছি, বাংলাদেশ আর পাকিস্তান হবে না। বাংলাদেশ; বাংলাদেশই থাকবে। ধর্মের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তারা স্বাধীনতাবিরোধী। এ দেশকে স্বাধীন চায় না। দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে তারা।” বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।

এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেন, বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমাদের সরকার গরীবের জন্য কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds