পরীক্ষার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন

পরীক্ষার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন

চবি প্রতিনিধি


স্বাস্থ্যবিধি মেনে কিংবা অনলাইনে করোনার কারণে স্থগিত পরীক্ষাসমূহ নিয়ে নেওয়ার দাবী জানিয়ে মানববন্ধন করেছে চট্টগামের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আজ(রবিবার) বেলা ১২.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধনে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে তাঁর বক্তব্য প্রদান করেন।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,”আমরা বলছি না যে এখন ক্লাস শুরু করেন।অনেক বিভাগের পরীক্ষা আটকে আছে।অনেক পরীক্ষার্থীদের দেখা যাচ্ছে শুধু কয়েকটি পরীক্ষা বাকি আছে।বিশ্ববিদ্যালয় প্রসাশন চাইলে সুন্দর ভাবেই পরীক্ষাগুলো নিতে পারে।ক্যাম্পাসে সম্ভব না হলে অনলাইনে যেন পরীক্ষার ব্যবস্থা করা হয়।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আছে।বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানে কীভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়।প্রয়োজনে প্রসাশনকে নির্দিষ্ট সময় দেওয়া হবে।নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এ সমস্যার সমাধান না হয় তাহলে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে,যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না হয়।

রেজাউল হক রুবেল বলন,”আমরা জানি একটি ছেলের জন্য বেকারত্বের অভিশাপ কতটুকু।অনেকের একটি পরীক্ষা,একটি ভাইবা কিংবা প্রজেক্টের জন্য তাঁদের শিক্ষাজীবন আটকে আছে।নির্বাচন হচ্ছে,অফিস আদালত চলছে,সবাই বেতন ভাতা পাচ্ছে কিন্তু আটকে থাকা এ শিক্ষার্থীদের নিয়ে ভাবার কেউ নেই।তিনি পরীক্ষা আটকে থাকা শিক্ষার্থীরের সমস্যা সমাধানের মাননীয় উপচার্য মহোদয়ের প্রতি আহবান জানান।”

পাশাপাশি তিনি জামাত শিবির,ডাকসুর সাবেক ভিপি নুরুপন্থীদের হুশিয়ারি দিয়ে বলেন,” চবির বুকে কোন ডান বাম বুঝি না।যদি দেশ বিরোধী,দেশরত্ন শেখ হাসিনা বিরোধী কোন ষড়যন্ত্র হয়,আওয়ামীলীগ-ছাত্রলীগ-যুবলীগ বিরোধী কোন ষড়যন্ত্র হয়,আমরা তাঁদের কঠিন ভাবে প্রতিহত করবো।”

মানববন্ধন শেষে চবি ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর ড.রবিউল হাসান ভুঁইয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *