পাকিস্তান: ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা

পাকিস্তান: ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা

ডেস্ক রিপোর্ট


১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা পাকিস্তানের ম্যাট্রিক পরীক্ষায় প্রথম হলো। দেশটির মূলতান প্রদেশের এই কিশোর মুহাম্মদ হুজাইফা পরিবারের খরচ মেটাতে পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করেন বলে জানা যায় ।

গত ম্যাট্রিক পরীক্ষায় তিনি সর্বমোট ১১১০ নম্বরের মধ্যে ১০৫০ নম্বার পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছেন।

তার এই সফলতার খবর টুইটারে ভাইরাল হওয়ার পর দেশটির সরকারি কর্মকর্তারা তাকে সহায়তার আশ্বাস দিয়েছে। টুইটারে চা বিক্রি করছেন হুজাইফা এমন ছবি পোস্ট করে একজন মন্তব্য করেছেন কি বিস্ময়কার ফলাফল। পাঁচ ভাইবোন ও মায়ের সংসারে খরচ মেটাতে তাকে চা বিক্রি করতে হয়। বাবা নেই। তারপরও পরীক্ষায় এত চমৎকার ফলাফল।

যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকে তার কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। এর আগে সে স্কলারশিপ পেলেও তা নিতে অস্বীকার করে কারণ পরিবারের সবার জন্যে সে অর্থ উপার্জনের পাশাপাশি পড়াশুনা চালিয়ে গিয়েছে। এটি না করলে তার পরিবার না খেয়ে থাকত। পাকিস্তানের বাইতুল-মাল সংস্থার পক্ষ থেকে হুজাইফার লেখাপড়া ও তার পরিবারের খরচ মেটানোর আশ্বাস দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *