সারাদেশ টুডে:
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এস এম হলে বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষাভ করেন সাধারণ শিক্ষার্থীরা । শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই অবরোধ ও বিক্ষোভ করে তারা। পরে কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আট দফা দাবি জানান তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কলেজের এসএম হলে দীর্ঘদিন যাবত বহিরাগত সন্ত্রাসীরা জোর করে অনুপ্রবেশ করে মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলো। শনিবার সকালে বহিরাগত সন্ত্রাসীরা এসএম হলে প্রবেশ করে মাদক সেবন করতে গেলে হলের শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে হল থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত সন্ত্রাসীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হলে প্রবেশ করে ছাত্রলীগের হল সভাপতির রুম সহ কয়েকটি রুমে ভাংচুর ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরনে একজন আবাসিক ছাত্র আহত হন । এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের অনুরোধে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় কলেজ অধ্যক্ষও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। হামলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
প্রতিবেদক: শাবলু শাহাবউদ্দিন
#দ্যা ক্যাম্পাস টুডে