পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে

ক্যাম্পাস টুডে ডেস্কঃ শিক্ষার মান নিম্নমুখিতার কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক বছর ধরে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে যাচ্ছে। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।

বিশেষজ্ঞরা বলছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের নিম্নমুখিতাই দায়ী। এতে আন্তর্জাতিক র‌্যাংকিং থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে। গতানুগতিক সিলেবাস, অবকাঠামো ও আবাসন সঙ্কটের কারণে বিদেশিরা আসতে আগ্রহ হারিয়ে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ চিত্র উল্টো। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা ও পরিবেশ নিশ্চিত করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসতে আগ্রহী হচ্ছে তাঁরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৪৬তম বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে,২০১৯ সালে বিদেশ থেকে দেশে পড়তে এসেছিলেন মাত্র ৪৮২ জন শিক্ষার্থী। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন তারা। ঠিক আগের বছর ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৮০৪। অন্যদিকে ১০৫টি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টিতে ভর্তি হয়েছে ১ হাজার ৯৪৯ জন। সে তুলনায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।

ইউজিসির পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩৫৯ জন, ২০১১ সালে ২১০ জন, ২০১২ সালে ৫২৫ জন, ২০১৩ সালে ৩২৬ জন, ২০১৪ সালে ৪৩২ জন, ২০১৫ সালে ৫৯৩ জন, ২০১৬ সালে ৩৫৫ জন, ২০১৭ সালে ৪৬২, ২০১৮ সালে বেড়ে তা ৮০৪ জন ভর্তি হয়েছে। তবে এর পরের বছর ২০১৯ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তি প্রায় অর্ধেকে নেমে ৪৮২ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, দেশে গত ৫ বছরের হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় সব বছর বিদেশি শিক্ষার্থী বেড়েছে। তার মধ্যে ২০১৫ সালে এক হাজার ৫৪৮ জন, ২০১৬ সালে এক হাজার ৯২৭ জন, ২০১৭ সালে এক হাজার ৯৭৭ জন, তবে ২০১৮ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় সে বছর শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক হারে কমে গিয়ে এক হাজার ৩৮৬ হয়। অবশ্য পরে তা বেড়ে ১ হাজার ৪৬৭ জনে।

পরিসংখ্যান অনুযায়ী আরো জানা যায়, ২০১৯ সালে ৩৭টি দেশ থেকে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে আসেন। ২০১৮ সাল থেকে বৃদ্ধি পেয়েছে ৪টি দেশ। ৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তারা। দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, জাপান, ইউএসএ, ইয়েমেন, ফিলিস্তিন, গাম্বিয়া, মরক্কো, সাউথ কোরিয়া, তুরস্ক, উগান্ডা, জিম্বাবুয়ে, সিয়েরালিয়েন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান, ফিলিপাইন, বাহরাইন, লাইবেরিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি, মিয়ানমার, কেনিয়া, সাউথ সুদান, যুক্তরাজ্য, সৌদি আরব, ক্যামেরুন, ইরান এবং জর্ডান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *