পাশের হার শতভাগ , জিপিএ পেয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৮০৭ জন
নিজস্ব প্রতিবেদক
করোনার কারনে এবার অনুষ্ঠিত হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে পরীক্ষা না হওয়ায় অটোপাসের গেজেট প্রকাশের পর আজ সকাল ১১:০০ ধটিকায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হয় । এ বছর পাশের হার শতভাগ ।এছাড়া জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬৮ হাজার ৮০৭ জন।
এই ফলাফল জেএসসি ও এসএসসির ফলাফলের বিবেচনায় ফল প্রকাশ করা হয়েছে । এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকল বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এর কাছে ফলাফল হস্তান্তর করেন । পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে ফলাফল ঘোষণা করেন ।
প্রসঙ্গত,সর্বশেষ গত ২৪ জানুয়ারি পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসসি), কারিগরি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে আইন পাস হয়েছে।