পায়ের চাপের সাহায্যে হাত জীবাণুমুক্ত করবে কুবির ফার্মেসি বিভাগের উদ্ভাবন

পায়ের চাপের সাহায্যে হাত জীবাণুমুক্ত করবে কুবির ফার্মেসি বিভাগের উদ্ভাবন

ডেস্ক রিপোর্ট


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ হাতের ছোঁয়া ব্যতীত’ ফুট প্রেস হ্যান্ডওয়াশ ডিভাইস’ উদ্ভাবন করেছে ফার্মেসী বিভাগের চেয়ারম্যানের নেতৃত্বে দুই শিক্ষার্থী।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ডিভাইসটি উদ্ভাবন করেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ড.মোঃ আবু তাহের।

এসময় আরো উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান সৈয়দ কৌশিক আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও উদ্ভাবক দলের সদস্যবৃন্দ।

আরও পড়ুনমানুষের ভাগোন্নয়নে জেল, জুলুমকে ভয় পায়নি বঙ্গবন্ধু: বশেফমুবিপ্রবি উপাচার্য

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান সৈয়দ কৌশিক আহমেদ নেতৃত্বে ডিভাইসটি উদ্ভাবনে সহায়তা করেন একই বিভাগের দুই শিক্ষার্থী কাউসার আহমেদ ও উৎপল কুমার রায়।

এ নিয়ে উদ্ভাবক দলের অন্য সদস্য উৎপল বলেন, মানুষের হাতের নাগালে নিরাপদ হ্যান্ডওয়াশ ব্যবহার নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা।

আরও পড়ুনকম্পিউটার চুরির ঘটনায় বশেমুরবিপ্রবির এক ছাত্রসহ ৭ জন গ্রেফতার

ডিভাইসটির বিশেষত্ব নিয়ে সৈয়দ কৌশিক আহমেদ জানান, মহামারী করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সম্পূর্ণ হাতের ছোঁয়া ব্যতীত পায়ের চাপের সাহায্যে যন্ত্রটির মাধ্যমে হাত জীবাণুমুক্ত করা সম্ভব।যন্ত্রটিতে দুইটি প্রেসর ব্যবহার করা হয়েছে যার একটির মাধ্যমে পানি ও অন্যটির মাধ্যমে হ্যান্ডওয়াশ থেকে জেল বেরিয়ে আসবে যা খুবই নিরাপদ, সহজলভ্য ও স্বল্পমূল্যে ঘরে বসেই বানানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *