পিইসি পরীক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
পিইসি পরীক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না

ক্যাম্পাস টুডে ডেস্ক


প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না। এ সংক্রান্ত নীতিমালার সংশ্লিষ্ট বিধিটি বাতিল করেছেন হাইকোর্ট।

১৫ জানুয়ারী, বুধবার বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ তথ্য পেশ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আদালতের এক তলব আদেশে হাজির হন। তখন আদালত তাকে প্রশ্ন করেন, “শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিটি কি বাতিল করা হয়েছে? আমরা তো রুল ইস্যু করেছিলাম ওই বিধিটি বাতিল করার জন্য।” এ সময় শফিক মাহমুদ কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, “সংশ্লিষ্ট বিধিটি মন্ত্রণালয় বাতিল করেছে। এরপর হাইকোর্ট মামলার বাদী-বিবাদী সবাইকে ধন্যবাদ জানিয়ে জারিকৃত রুলটি নিষ্পত্তি করেন।”

এদিকে ২০১৯ সালের পিইসি পরীক্ষায় যেসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়; হাইকোর্টের নির্দেশে সেসব পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসঙ্গে পরীক্ষা শেষের ৩ দিনের মধ্যে তাদের ফল প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds