রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন

পৃথিবী বিখ্যাত ৭ রোমান্টিক প্রেমপত্র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৬.৪৬ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ভালোবাসা একটি মানবিক অনুভূতি। বলা যায় একপ্রকারের আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। এভাবেও অনেক সংজ্ঞায়িত করেছে ভালোবাসাকে, বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। এই সেদিনও ছিল হাতে হাতে প্রেমপত্র গুঁজে দেওয়ার দিন৷ হোয়্যাটস আপ মেসেজের যান্ত্রিক দাপাদাপি তখনও ছিল না৷ দুরুদুরু বুকে কাঁপা হাতে লেখাগুলোই ধরে রাখত অনুভবের প্রথম আলো৷

স্কুলফেরত রাস্তায় বিকেলের আলোকে সাক্ষী রেখে হাতে হাতে পৌঁছে যাওয়া সেই সব প্রেমপত্ররা আজকের প্রজন্মের কাছে অচেনা৷ কিন্তু পৃথিবীর তাবড় ব্যক্তিরাও প্রেমপত্র লিখেছেন৷ নেপোলিয়ান খেকে কবি কীটস, চার্চিল থেকে হেন্ড্রিক্সের সে প্রণয়প্রস্তাব দিয়ে যাবে চিরকালীন রোমান্সের খোঁজ৷ ব্যক্তিগত বা পেশাগত জীবনে তাঁরা যে যেমনই হোন না কেন, তাঁদের রোম্যন্টিক মনে স্মারক এই লেখাগুলি৷ উল্লেখ্যযোগ্য কয়েকটি চিঠি-


হেমিংওয়ে তাঁর প্রেমিকাকে দেওয়া এক চিঠিতে লিখেছিলেন

হাত বাড়িয়ে তোমাকে পেলে প্রতিবার কী যে অনুভূতি হয়, আমি বলে বোঝাতে পারব না৷ মনে হয়, আমি আমার ঘরেই আছি৷ খুব বেশী কিছু ঘটনা নয়৷ কিন্তু আমরা সবসময় আনন্দে থেকেছি৷


জন কীটস প্রতিববেশীনি ফ্যানি ব্রাউনিকে চিঠি লিখেছিলেন৷ তাঁর কবিতার মতোই দ্যুতিময় সে চিঠি৷ আর তার ভিতর থেকেও উঠে আসে এমন নিমগ্ন কথা

ভালবাসা আমাকে স্বার্থপর করেছে৷ তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নেই৷ আমি প্রায় সবকিছুই ভুলে যাই, কিন্তু তোমাকে আবার দেখার কথা ভুলতে পারি না৷


বেটোফন লিখেছিলেন বহু চিঠি, যার মধ্যে ছিল এরকম রোম্যান্টিক কথা

ভালোবাসা সবকিছু দাবী করে৷ সে দাবি মেনেই-তোমার জন্য আমি এবং আমার জন্য তুমি৷


নেপোলিয়নের মতো দুর্ধর্ষ যোদ্ধাও যখন রোম্যান্টিক, তখন তিনি লেখেন

অনুকরণীয় জোসেফাইনের জাদু যেন জ্বলতেই থাকে, আর তার শিখা জেগে থাকে আমার হৃদয়ে৷


জিমি হেন্ড্রিক্স লিখেছিলেন

সুখ তোমার মধ্যেই আছে৷ শুধু হৃদয়ের আগলটুকু খুলে দাও, আর বড় হয়ে ওঠো৷


চার্চিল তাঁর স্ত্রীকে লিখেছিলেন

ভালোবাসার যদি কোনও অ্যাকাউন্ট থেকে থাকে, তবে তোমার কাছে ঋণে আমি যারপরনাই খুশি৷ তোমার সঙ্গে আর তোমার হদয়ে বেঁচে থাকার এ অনুভূতি, আমি কোন ভাষায় বা প্রকাশ করব৷


মায়াহরিণী এলিজাবেথ টেলরের সৌন্দর্যের উপাসনা করে রিচার্ড বার্টন লেখেন

তুমি অবশ্য জানবে না, তুমি চিরকাল কী আশ্চর্যরকম সুন্দর৷ এও জানবে না যে, কী চমৎকার বিপজ্জনক রমণীয়তা তোমার অর্জিত, যা তুমি যোগ করেছ তোমার লাবণ্যে৷


The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today