পেঁয়াজ কিনতে গিয়ে পু‌লিশের গুলিতে নারীসহ একজন পথচারী গু‌লি‌বিদ্ধ

News Editor Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ সিলেটে টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কির সময় পু‌লিশের গুলিতে নারীসহ একজন পথচারী গু‌লি‌বিদ্ধ হয়েছেন।এই ঘটনা ১৮ নভেম্বর সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকা‌বিবাজারের ক‌বি নজরুল অডিটো‌রিয়ামের সামনে ঘটে।গুলিবিদ্ধ পথচারী চন্দ্রকান্ত সিংহকে ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ‘ সোমবার সকাল ১০টার পর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টি‌সি‌বি) উদ্যোগে ৪৫ টাকা দরে রিকা‌বিবাজার পয়েন্টে পেঁয়াজ বিক্রি শুরু হয়। হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাইন সাজাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনা ঘটে যায়।’

রিতা আক্তার (সিলেট কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক) জানান, “শৃঙ্খলা বজায় রাখতে পু‌লিশ ৫ জন করে অডিটো‌রিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দি‌চ্ছিল। এর ম‌ধ্যে পেছন থে‌কে ধাক্কাধা‌ক্কি শুরু হলে পু‌লিশ বাধা দেয়। এ সময় লোড করা এক‌টি শর্টগান থে‌কে অসাবধানতাবশত গু‌লি বের হয়ে যায়।”

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds