শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ৯.০২ পিএম
পেছাল এসএসসি পরীক্ষা
ফাইল ছবি

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা সিটি ভোট পিছিয়ে যাওয়ার কারণে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। তবে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

এদিকে এসএসসি ও সমমানের আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। তবে আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় তা পেছানোর দাবি জানায় সব মহল।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছায় নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এবছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে। এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today