‘প্রতিরক্ষা’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা চায় ‘নেপাল’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

জাতীয় টুডে


জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নেপাল বাংলাদেশের সহযোগিতা চেয়েছে।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

রবিবার সন্ধ্যায় নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ সহযোগিতা চান।

সেনাপ্রধানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ ও নেপালের মধ্যকার সম্পর্ক খুবই চমৎকার। দুই দেশের সেনাবাহিনীর সফর বিনিময় এক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।”

নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপা বলেন, “সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেপাল সফল দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ককে জোরদার করবে। নেপাল প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাংলাদেশে বিভিন্ন কোর্সে অংশ নিয়ে তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন। যা নেপাল প্রতিরক্ষা বাহিনীর উপকার করছে।”

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র ও প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মোহাম্মদ মাহফুজুর রহমানের পাশাপাশি রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds