প্রথম ‘একহাজার’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

প্রথম ‘একহাজার’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

ক্যাম্পাস টুডে ডেস্ক


যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের করা র‍্যাংকিংয়ে বিশ্বের একহাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান হয়নি বাংলাদেশের কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের।

বিশ্বের ৯৩টি দেশের ১৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে করা এই র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান ১০০০ এর পরের তালিকায়। সেরা ১৫০০ তে দেশের আর কোনও বিশ্ববিদ্যালয় নেই।

গত বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২১’ প্রকাশ করেছে সাময়িকীটি।

১৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণা এবং জ্ঞান স্থানান্তরের মূল্যায়নের ভিত্তিতে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

২০১৬ সালে এই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। ২০১৮ সালে তা পিছিয়ে ১০০০ এর পর চলে যায়। এরপর ২০১৯ এবং ২০২০ সালেও এ তালিকায় ঢুকতেই পারেনি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়।
গত ৪ বছর ধরে এক নম্বরে থাকা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবারও তালিকায় সবার উপরেই রয়েছে। এরপর সেরা ৫ এ রয়েছে যথাক্রমে রয়েছে যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলোজি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি।

টাইম হায়ার এডুকেশনের এই তালিকায় সংখ্যায় সবার ওপরে আছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের ৮টি এবং বাকি দুইটি যুক্তরাজ্যের।

জানা যায়, মোট পাঁচটি সূচকে এই র‍্যাংকিং করা হয়েছে। এগুলো হচ্ছে টিচিং, রিসার্চ, সাইটেশন, ইন্ডাস্ট্রি ইনকাম এবং ইন্টারন্যাশনাল আউটলুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *