প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বশেমুরবিপ্রবিতে কর্মরতদের একদিনের বেতন প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বশেমুরবিপ্রবিতে কর্মরতদের একদিনের বেতন প্রদান

বশেমুরবিপ্রবি টুডেঃ দেশে বিরাজমান করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রধানমন্ত্রীর  ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন প্রদান করেছেন।

আজ মঙ্গলবার ( ৫ মে) দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।


আরো পড়ুনঃ ২০০ শিক্ষার্থীকে সহায়তা দিচ্ছে বশেমুরবিপ্রবি শিক্ষকরা


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি ড. মো হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেকাইল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান।

এছাড়া গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *