প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবেন কুবি কর্মচারীরা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবেন কুবি কর্মচারীরা

ইকবাল মুনাওয়ার,কুবি প্রতিনিধিঃ করোনাভাইরাস বির্পযয়ের ফলে মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার কর্মচারী সমিতির সভাপতি দিপক চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ শামসু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়ে এসোসিয়েশনের ফেইসবুক অাইডিতে বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কর্মচারী সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও কর্মচারীদের সঙ্গে ই-মেইল, সামাজিক যোগাযোগ, টেলিযোগাযোগের মাধ্যমে তাঁদের মূল্যবান মত গ্রহণ করা । এই মহামারীতে মানবিক সহায়তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করা যুক্তিযুক্ত বলে প্রায় সকলেই মনে করেন।

উল্লেখ্য, এই টাকা এপ্রিল মাসের প্রদেয় বেতন থেকে কর্তন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *