প্রাথমিক বিদ্যালয়ের নাম ‘মানুষমারা’ থেকে ‘মানুষগড়া’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
‘মানুষমারা’ থেকে ‘মানুষগড়া’ হলো প্রাথমিক বিদ্যালয়ের নাম

ক্যাম্পাস টুডে ডেস্ক


বৈচিত্র্যময় এই দুনিয়ায় অদ্ভুদ অদ্ভুদ নামের মানুষ-এলাকা রয়েছে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে এসব নামকরণ করা হয় ।
এছাড়াও নামগুলো ব্যতিক্রম হলে শুরু হয় বহুমুখী আলোচনা। তেমনি নীলফামারী জেলা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের নামও অদ্ভুদ। এ কারণে প্রাথমিক বিদ্যালয়টির নাম নিয়ে আলোচনাও হয়েছে অনেকবার।

সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

অবশেষে করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টিন নাম পরিবর্তনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি হওয়া প্রজ্ঞাপনে সূত্রে জানা যায়,’মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হলো। এবং অবিলম্বে তা কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds