‘প্রিয় গোপালগঞ্জ’ গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতারণ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

বশেমুরবিপ্রবি প্রতিনিধি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারণ করেছে ফেসবুক গ্রুপ “প্রিয় গোপালগঞ্জ ”

বৃহস্পতিবার (১৬-০১-২০২০) বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ১০০ জন শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড.মো:শাজাহান, প্রক্টর ড.মো:রাজিউর রহমান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক চৌধুরি ইমরুল হাসান,প্রিয় গোপালগঞ্জ গ্রুপের এডমিন শুব্রত সাহা বাপি,জোবাইয়াদা আক্তার জবা,মহব্বত হোসেন সহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

বশেমুরবিপ্রবির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড.মো:শাজাহান বলেন, “এই মহতি উদ্যোগকে স্বাগতম জানাই,ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভালো কাজে পাশে থাকবে”

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত প্রিয় গোপালগঞ্জ ফেসবুক গ্রুপ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds