প্রেমবঞ্চিতদের বিক্ষোভ, প্রেম বঞ্চিত চত্বর উদ্বোধন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

বশেমুরবিপ্রবি টুডে


“কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এই সময়” তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত,দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না”এমন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

আজ শুক্রবার বিকাল ৪ টায় জয়বাংলা চত্বরের থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রেম বঞ্চিত সংঘে সভাপতি আরিয়ান অভ্র বলেন “আমরা প্রেমের বিরোধী নয়, আমরা প্রেমের পক্ষে কিন্তু পুঁজিবাদী একপক্ষীয় প্রেমের বিপক্ষে।
সকল মানবিক প্রেম থেকে যারা বঞ্চিত তাদের অধিকার আদায়ে বদ্ধ পরিকর।আমরা প্রেমের সুষ্ঠ বন্টন চাই,প্রেমের সব অধিকার বাস্তবায়ন চাই।”

প্রেম বঞ্চিতদের জন্য বেলা ১১ টায় প্রেম বঞ্চিত চত্বর উদ্বোধন ও সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds