প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ‘অস্ত্রের মুখে ধর্ষণ’
সারাদেশ টুডেঃ গাইবান্ধার সদর উপজেলায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. মজিদুল ইসলামের (২৬) বিরুদ্ধে। অভিযুক্ত মজিদুল ইসলাম উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর (ভাটপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বুধবার (০৯ অক্টোবর) ধর্ষণের ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে বিকালে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পরিবারের সদস্যদের অভিযোজিত, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতো প্রতিবেশী মজিদুল ইসলাম। এতে সাড়া না দেয়ায় গত ৭ অক্টোবর মেয়েটিকে ঘরে একা পেয়ে, অস্ত্রের মুখে ধর্ষণ করে ওই বখাটে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্য ক্যাম্পাস টুডে।