ববি টুডেঃ- বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) কোন ফুলেল শুভেচ্ছা না গ্রহণ করেই তার নতুন কর্মস্থলে যোগদান করেন।এর কারণ জানতে চাইলে তিনি আগামী চার বছর ভালো কাজ করলে বিদায়ের দিন যদি কেউ তাকে খুশি হয়ে ফুল দেন তখন তিনি তা গ্রহন করবেন বলে জানান।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি তার কর্মস্থলে যোগদান করেন।
নবউপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা কার্যক্রম বেগবান করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের সুযোগ করে দেওয়া, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার চেষ্টা করাই হবে তাঁর মূল কাজ।
তিনি আরও বলেন,অল্প সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারন করা হবে।
পাশাপাশি সেশনজট নিরসনে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের,সাংবাদিকবৃন্দেরসহ সমগ্র বরিশালবাসীর সহযোগীতা কামনা করেন।এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন