বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

ফের দুর্ঘটনার কবলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ১২.০৬ এএম

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক বাস আবারও দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫.৩০ এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি বাস(কুমিল্লা-ঝ ১১-০০০৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অঞ্চলে আসলে পেছন থেকে দ্রুতগামী জোনাকী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৬৮) ধাক্কা দেয়।

এতে বাসে থাকা শিক্ষকবৃন্দের মধ্যে বেশ কয়েকজন সামনে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন। এতে বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে বাসটিকে পুলিশ জব্দ করে এবং বাস চালককে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাস লেখা থাকা সত্বেও জোনাকির এই বাসের ইচ্ছাকৃত দুর্ঘটনা দুঃখজনক। বেপরোয়া গতিতে চালানোর অনেককে রাস্তায় বলি হতে হয়।

শিক্ষক বাসে থাকা কয়েকজন শিক্ষক জানান, ‘জোনাকী বাসটি বিশ্ববিদ্যালয়ের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়ায় বাসে থাকা আমরা অনেকেই আঘাত পেয়েছি। বাংলা বিভাগের গোলাম মাওলা স্যার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’র কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today