বগুড়ায় প্রতিবেশীর সাথে ঝগড়া করে কলেজছাত্রীর আত্মহত্যা

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডে: ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বগুড়ার শাজাহানপুরে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির কামনা (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। তিনি উপজেলার মাঝিড়া পাড়ার বাবুল হোসেনের মেয়ে। রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তার বড় বোন জানায়, রোববার সকালে প্রতিবেশীদের সাথে কামনার ঝগড়া হয়। পরে সে কলেজে যাওয়া প্রস্তুতি নিলে খেতে বলা হয়। কিন্তু সে না খেয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে ফিরেও কিছু না খেয়ে ঘরে শুয়ে থাকে। একসময় শব্দ শুনে ঘরে গিয়ে দেখা যায় কামনা মেঝেতে পড়ে আছে। সাথে সাথে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে তারা চিকিৎসা করতে অস্বীকৃতি জানালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।

প্রতিবেশীরা জানান, দেড় মাস আগে কলেজে যাওয়ার কথা বলে অজ্ঞাতনামা এক ছেলের সাথে পালিয়ে যায় কামনা। পরে অভিভাবকেরা পুলিশের সহায়তায় ঢাকা থেকে কামনাকে ফিরিয়ে নিয়ে আসে। এ নিয়ে কামনা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়েও থাকতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, ‘এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের পর মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds