বঙ্গবন্ধুর ইতিহাস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌছাতে হবে: বঙ্গবন্ধু পরিষদ

বঙ্গবন্ধুর ইতিহাস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌছাতে হবে: বঙ্গবন্ধু পরিষদ

বেরোবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌছে দেয়ার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান।

আজ(রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এর প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে শপথ নিতে হবে, নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশের ইতিহাসকে রক্ষা করা সম্ভব হবে।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও গণিত বিভাগের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *