বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০, ১০.৪৯ পিএম

ফজলুল হক পাভেল, জাককানইবি প্রতিনিধি


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধুর চেতনা শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে বিভাগটির বিভাগীয় প্রধান ড. এমদাদুর রাশেদ সুখনের উপস্থিতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ফখর উদ্দিন সৈকত, প্রভাষক দিদারুল হোসাইন লিমনসহ অনেকেই।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলে।

অনুষ্ঠানটির আয়োজক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার চক্রবর্তী (টুটুল) বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বর্তমান প্রজন্মকে জানানো টা খুবই জরুরী। মুজিববর্ষে এই কোমলমতি শিক্ষার্থীরা যেন সঠিকভাবে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেজন্যই এই আয়োজন।

তিনি আরও জানান, উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পুরষ্কার বিতরণ করা হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today