বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় চবির হলসমূহ প্রদক্ষিণ করে চবির জিরো পয়েন্টে এসে মিছিলটি সমবেত হয়।

ভাস্কর্য ভাঙার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,”যার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হল,আমরা স্বাধীন নাগরিক হিসেবে স্বীকৃতি পেলাম,সেই জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা হামলা চালিয়েছ তাদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।একই সাথে মৌলবাদী শক্তির রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।”

চবি ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, ”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হামলা দেশের মানচিত্রে হামলার শামিল। এ দুঃসাহস যারা দেখিয়েছে, তাঁদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর ভাস্কর্য চবি ক্যাম্পাস সহ সারাদেশে তৈরি করতে হবে।”

চবি ছাত্রলীগ নেতা তাসনিমুল বশর সাদাফ বলেন,”বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।বঙ্গবন্ধু আমাদের আবেগের জায়গা।এই জায়গা কেউ হাত দিলে তার হাত গুঁড়িয়ে দেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন আবরার শাহরিয়ার, রাজু মুন্সি, নিয়াজ আরেফিন পাঠান, দ্বীন ইসলাম, ওয়াহিদুর শিকদার রাকিব, রেদওয়ানুল করিম জিসান, জোসেফ, শহিদুল্লা কায়সার, আমির খসরু সবুজ, মনির হোসেন, তামিম সহ শতাধিক নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *