বনানী কবর স্থানে নাসিমের শেষ জানাজা অনুষ্ঠিত

বনানী কবর স্থানে নাসিমের শেষ জানাজা অনুষ্ঠিত

জাতীয় টুডেঃ বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের দ্বিতীয় জানাজা রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয়েছে। বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে আওয়ামী লীগের এ নেতাকে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযোদ্ধে অবদানের জন্য মোহাম্মাদ নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকাল ৯ টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডি তার বাসার পার্শ্ববর্তী মসজিদে । এলাকা থেকে আসা প্রায় পাঁচশত নেতাকর্মীদের অনুরোধে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের নিজ নিজ সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ রাজনীতিবিদ।

তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত এ নেতা আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *