ববি’র অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

ববি’র অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

ববি টুডেঃ সব ধরনের সমস্যা কাটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনের ফলাফলের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশন। ১৭ই ডিসেম্বর, মঙ্গলবার প্রধান ও সহকারী নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছন নির্বাচন কমিশন।

এর আগে ১১ ডিসেম্বর, বুধবার বিকাল ৫ ঘটিকায় নির্বাচনের ফলাফলের কয়েক ঘন্টা পরেই সভপতি পদের ফলাফল নিয়ে আপত্তি থাকায় প্রতিদ্বন্দী প্যানেলের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফলাফল স্থাগিত করেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার বাহাদুর। পরবর্তীতে (১৭ ডিসেম্বর) ফলাফল অধিকতর যাচাই-বাছাই শেষে পূনরায় সভপতি পদে মুহাম্মদ মিজানুর রহমান’কে বিজয়ী ঘোষণা করা হয়।

এছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম সেরনিয়াবাত, সহ-সভাপতি পদে মোঃ সোলায়মান খান, সহ-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ মোঃ তানজীন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ শাম্মী আরা নিপা ও কার্যকরী সদস্য পদে যথাক্রমে মোঃ বাহাউদ্দিন গোলাপ, মোঃ মুরশীদ আবেদীন ও মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের ববি প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *