বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ভর্তি পরীক্ষা’ স্থগিত!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

ববি টুডেঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িক স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। তবে সম্ভাব্য ভর্তি পরীক্ষা পরবর্তী তারিখ এখনও পুনঃনির্ধারণ করা হয় নি।

রবিবার (১৩ অক্টোবর) কোর কমিটির সদস্য প্রফেসর ড. মহসিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি: প্রেস রিলিজ

কোর কমিটির সদস্য প্রফেসর ড. মহসিন উদ্দিন বলেন, “আজ (রবিবার) ভর্তি পরীক্ষার বিভিন্ন আহ্বায়ক কমিটি , কোর কমিটি ও সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিয়ে ২০১৯-২০ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার পরবর্তী সম্ভাব্য তারিখ এখনও ঠিক হয় নি বলে জানান তিনি।”

 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds