বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত “হাল্ট প্রাইজ” কমিটি ঘোষণা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত “হাল্ট প্রাইজ” কমিটি ঘোষণা

তারেক হাসান


রাজশাহীর “বরেন্দ্র বিশ্ববিদ্যালয়” এ প্রথম বারের মত আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা “হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২০-২১”।

“হাল্ট প্রাইজ” ফাউন্ডেশন শিক্ষার্থীদের ‘নোবেল পুরষ্কার’ খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ও বৈশ্বিক উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। “হাল্ট প্রাইজ” হলো এমন একটি ‘আইডিয়া কম্পিটিশন’ যেটি মূলত তরূণদের নিয়ে কাজ করে। তরুণদের মেধা ব্যবহার করে একটি অদ্বিতীয় ব্যবসা ভিত্তিক আইডিয়া প্রদানের মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমান বিশ্বের যে কোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে তরূণ নেতৃত্বের মেধাকে কাজে লাগিয়ে সাহায্য করাই সংগঠনটির মূল লক্ষ্য।

প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১৫০০ এর বেশি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে এরপর আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন বা ১০ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে উপহার দেওয়া হয়৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত বিজয়ী দল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সকল দেশের সামনে উপস্থাপন করবে। এ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গত সোমবার (২৪ আগষ্ট) বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস ২০২০-২০২১ কার্যবর্ষের জন্য বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ১৬ জন সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়েছে।

উক্ত পরিচালনা পরিষদে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফাইজাহ সাফওয়াত ও জাজ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ আবু সাইম।

এছাড়াও ২০২০-২১ কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাইম আহমেদ খান, সজল কুমার, মোঃ গোলাম মোস্তফা, মোঃ গোলাম রাব্বানী, শাহ রেজুয়ান অনি, জুবায়ের হুসাইন, আতিক ইয়াসির, মোস্তাক আহমেদ কাফি।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ ফাহিম হাসান, আফফান আহম্মেদ।
আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী মৌমিতা পারভীন। ফার্মেসী বিভাগের শিক্ষার্থী এফ.এন. রোজমা অর্থী, রুখশানা রুবাইয়া।জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাঃ আয়েশা আক্তার এশা।

ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়ে ফাইজাহ সাফওয়াত বলেন, আমাদের ক্যাম্পাসে Hult Prize On-campus এর প্রথম যাত্রা শুরু করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। এর মাধ্যমে আগামী এক বছর আমার On-campus team এর সদস্য এবং সহপাঠীদের নেতৃত্ব ,ব্যবস্থাপনা ,যোগাযোগ প্রকৃতি গুণাবলী আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপনা করার অভিজ্ঞতা ইত্যাদি শেখার সুযোগ করে দিতে চাই। আশাকরি আগামী বছর গুলোতেও Hult Prize On-campus এর যাত্রা চলতে থাকবে এবং সবাই তার দ্বারা উপকৃত হবে ।

আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রতিষ্ঠান এবং দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি এবং আমার On-campus team এর সকল সদস্যগণ অত্যন্ত গর্বিত।

জাজ কো-অর্ডিনেটর মোঃ আবু সাইম বলেন, আমি “হাল্ট প্রাইজ” অন ক্যাম্পাস বরেন্দ্র বিশ্ববিদ্যালয় টীমের একজন সদস্য । প্রথম বারের মত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছে। এরকম একটি গ্লোবাল ইভেন্টের অংশ হতে পেরে আমি খুব আনন্দিত এবং একইসাথে আমি ও আমার টীম চেষ্টা করব সফলভাবে ইভেন্টটি আয়োজন করার। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ইভেন্টটি প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চেষ্টা করব আগামীতেও এই ধরণের ইভেন্ট আয়োজন করার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *