রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

বর্ণিল আয়োজনে বশেমুরবিপ্রবিতে চলছে র‍্যাগ ডে উৎসব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ১.৫৪ পিএম

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী র‍্যাগ ডে উৎসব বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে শুক্রবার (২২ নভেম্বর) পর্যন্ত। এবারের র‍্যাগ উৎসবের নামকরণ করা হয়েছে ‘প্রোজ্জ্বল ১৫’।

র‍্যাগ ডে উৎসব আয়োজনে প্রতি বিভাগ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটি সদস্য নিয়াজ মাহমুদ জানান, দুই দিনব্যাপী র‍্যাগ ডে উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টায় কালার ফেষ্ট এর মাধ্যমে র‍্যাগ ডে উৎসব শুরু হবে। এরপর বিকাল ৩ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, উক্ত আলোচনা সভার উপস্থিত থাকবে ভারপ্রাপ্ত উপাচার্য ড.শাহাজান। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ শুক্রবার ‘আর্বোভাইরাস’ ও ‘আভাস’ ব্যান্ডের অংশগ্রহণের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

এদিকে, ‘প্রোজ্জ্বল ১৫’ র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। র‍্যাগ উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় চলছে নানা আয়োজন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today