বর্তমান সরকারের আমলে শিক্ষাঙ্গন সবচেয়ে বেশি কলংকিত হয়েছে: ছাত্রদল
ক্যাম্পাস টুডে ডেস্ক
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাঙ্গন সবচেয়ে বেশি কলংকিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়া শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এই নেতা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের পর বাইরের নারীদের ক্যাম্পাসে ধর্ষণ ও নির্যাতন করছে। এসব দানবের বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবে।
ছাত্রদল নেতাদের সুসংগঠিত করার আহবান জানিয়ে শ্যামল বলেন, সকল অন্যায় অপরাধ দমনে ছাত্রদলকে আরো সুসংগঠিত হতে হবে।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাথে বগুড়া জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু , করিম প্রধান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমুখ।