শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন

বর্ষসেরা তরুণ কবি ‘অ্যাওয়ার্ড’ পেলেন ফয়সাল হাবিব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ১১.০৭ পিএম

বশেমুরবিপ্রবি টুডেঃ বাংলা একাডেমি’র অন্তর্ভুক্ত স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান নব সাহিত্য প্রকাশনী থেকে এ বছর `বর্ষসেরা তরুণ কবি অ্যাওয়ার্ড-২০১৯’ এবং `বাংলাদেশ নব সাহিত্য পরিষদ পুরস্কার-২০১৯’ পেয়েছেন জনপ্রিয় তরুণ কবি ফয়সাল হাবিব সানি৷

গত ১৩ অক্টোবর (রবিবার) ঢাকার নয়াগাঁওতে বাংলা ভাষার প্রধান কবি নির্মলেন্দু গুণের নিজস্ব বাসভবনে অনাড়ম্বরপূর্ণভাবেই তাকে এই পুরস্কার প্রদান করা হয়। তিনি নির্মলেন্দু গুণের হাত থেকে ‘বর্ষসেরা তরুণ কবি অ্যাওয়ার্ড-২০১৯’- এর ক্রেস্ট গ্রহণ করেন৷ এছাড়াও তাকে ‘বাংলাদেশ নব সাহিত্য পরিষদ পুরস্কার-২০১৯’ ও সম্মাননা পদক প্রদান করা হয়।

ছবি: বর্ষসেরা তরুণ কবি অ্যাওয়ার্ড-১৯ ।

তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগে অধ্যয়নরত স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র৷ সমসাময়িক সময়ে কবিতা লিখে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রেম ও দ্রোহের প্রিয় কবি হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে তার বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা৷

২০১৬ সালে ঢাকায় অমর একুশে গ্রন্থমেলায় “দাবানল” কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে কবিতায় তিনি নতুন দিগন্ত উন্মোচন করেন৷ গ্রন্থটি প্রকাশিত হয় সাহিত্য প্রকাশনী (নব সাহিত্য প্রকাশনী) থেকে এবং ২০১৮ সালে একই প্রকাশনী থেকে তার নতুন তিনটি কবিতাগ্রন্থ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় আর এই গ্রন্থমেলায়তেই প্রকাশিত হয় তার “দাবানল” কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ।

উল্লেখ্য, এই প্রতিভাবান তরুণ কবি ১৯৯৭ সালের ২৩ আগস্ট বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ‘আমলা’ নামক এক ঐতিহ্যবাহী গ্রামে জন্মগ্রহণ করেন৷ কুষ্টিয়া সরকারি কলেজ থেকে তিনি ২০১৫ সালে মানবিক বিভাগ থেকে এইচ, এস, সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগে ভর্তি হন।

তিনি কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে ‘প্রাপ্তি সাহিত্য সম্মাননা-২০১৮’ এবং বাংলাদেশ কবিসংসদ কর্তৃক ‘কবি সুকান্ত কবিতা পুরস্কার’ লাভ করেন। ক্যাম্পাস সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় অর্জন করেন ‘এডুকেশন ওয়াচ’ সম্মাননা।

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today