বশেফমুবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

বশেফমুবিপ্রবি টুডেঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত দেশের ৩৯তম পাবলিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) স্নাতক ১ম বর্ষ ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।



ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsfmstu.ac.bd/admission)


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান জানান, “স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ০৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।”

আগামী ২৯ নভেম্বর পৃথকভাবে বিভিন্ন ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet