বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সোমবার (১১ নভেম্বর) বাদ আসর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোঃ সিরাজুল ইসলাম, শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজামান, উপ-পরিচালক (হিসাব) শেখ সুজাউদ্দিন, উপ-রেজিস্ট্রার মোঃ তহিদুল ইসলাম, উপ-গ্রন্থাগারিক মোঃ নাছিরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম, উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী আমিনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
আলোচনা সভায় হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।
দ্য ক্যাম্পাস টুডে।